Posts

Showing posts from May, 2023

মায়ের লাশ ঘরে রেখে কাঁদতে কাঁদতে পরীক্ষা দিলো ২ বোন

Image
 টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াসমিন রোজার সময় হঠাৎ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন আনোয়ারা বেগম (৫০)। এরপর থেকে নানান ধরনের সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে হঠাৎ অসুস্থতা বাড়ে। তাঁকে টেকনাফ থেকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নেওয়ার প্রস্তুতিকালে তাঁর মৃত্যু হয়। শোকে বিহ্বল স্বজনেরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন। এমন অবস্থায় মা আনোয়ারা বেগমের লাশ বাড়িতে রেখে আজকের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই বোন সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াসমিন। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে মায়ের লাশ দাফনে অংশ নেবে তারা। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফ উপজেলায়। সাদিয়া ও শারমিন সাবরাং উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। সাদিয়া ও শারমিনের পরীক্ষার কেন্দ্র পড়েছে টেকনাফ উপজেলা সদরের সরকারি এজাহার বালিকা উচ্চবিদ্যালয়ের। আজ সকাল ১০টার আগে চোখ মুছতে মুছতে এই কেন্দ্রে আসে দুই বোন। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অংশ নেয় তারা। পরীক্ষা শুরুর আগে সাদিয়া ও শারমিন বলল, মা তাদ...