Posts

আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী 🤲আমার ভূল আমি বুঝতে পেরেছি. ধন্যবাদ @Abu Bokkor Siddik ভাইকে আমার ভূলটা ধরিয়ে দেয়ার জন্য, আর আমার ভাই মোঃ একরাম হোসাইন ভাই'কে যিনি আমার বিপদে আপদে সব সময় পাশে থাকেন,সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন❤️

আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী 🤲আমার ভূল আমি বুঝতে পেরেছি. ধন্যবাদ @Abu Bokkor Siddik ভাইকে আমার ভূলটা ধরিয়ে দেয়ার জন্য, আর আমার ভাই মোঃ একরাম হোসাইন ভাই'কে যিনি আমার বিপদে আপদে সব সময় পাশে থাকেন,সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন❤️  

News

‘মুমিনেরা’ খুব বলে যাচ্ছে “জিতেছি, দাঁতভাঙ্গা জবাব দিয়েছি, ইসলাম জিন্দাবাদ”,  হ্যাঁ এগুলো তারা আরো বেশি বেশি প্রচার করুক। আরো বেশি বেশি বলতে থাকুক। আমরা যা করছি, তার ফলাফল কী সেটি সময়ই বলে দেবে।  এখন আমরা বলে দিলে তো সময়ের অপেক্ষা করা হবে না। ওদের চিন্তার দৌঁড় দেখে হাসি পেলেও সেটা চেপে রাখতে হচ্ছে।  টার্গেট অনুযায়ী প্রাথমিক বিজয়টি অর্জিত হয়েছে। আমি যেই লক্ষ্য নিয়ে কাজ করছিলাম, মুমিনেরা নিজেরা এসেই সেটার সফলতা দিয়ে গেছে। লক্ষ কোটি সাধারণ মানুষের কাছে আলোচনাটি পৌঁছেছে, যা এক অনবদ্য সাফল্য৷ এভাবে বাঙলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি আলোচনার টেবিলে পৌঁছাতে হবে৷ বিতর্কটি যতবেশি মানুষের কাছে পৌঁছাবে, তত আমরা এগিয়ে যাবো। ধর্মান্ধতার বিরুদ্ধে ধর্মান্ধদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেই আমরা লড়াই চালিয়ে যাবো। চাপাতিকে আমরা যুক্তি দিয়ে পরাজিত করবো।  সেইদিনের বিতর্কটি আশাকরি আপনারা সকলেই দেখেছেন। আমি নিজে কোন বিতার্কিক নই, তর্কে জেতার কোন চাপও আমার ছিল না। আমার লক্ষ্য ছিল মানুষকে এই বিষয়টি জানানো, যে আমরা আসলে কিসের লড়াই করছি। কাদের জন্য লড়ছি। আমি মনে করি সেটি জানাতে পেরেছি। ...

মায়ের লাশ ঘরে রেখে কাঁদতে কাঁদতে পরীক্ষা দিলো ২ বোন

Image
 টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াসমিন রোজার সময় হঠাৎ ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন আনোয়ারা বেগম (৫০)। এরপর থেকে নানান ধরনের সমস্যায় ভুগছিলেন। সোমবার রাতে হঠাৎ অসুস্থতা বাড়ে। তাঁকে টেকনাফ থেকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নেওয়ার প্রস্তুতিকালে তাঁর মৃত্যু হয়। শোকে বিহ্বল স্বজনেরা লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছেন। এমন অবস্থায় মা আনোয়ারা বেগমের লাশ বাড়িতে রেখে আজকের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে দুই বোন সাদিয়া ফেরদৌস ও শারমিন ইয়াসমিন। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে মায়ের লাশ দাফনে অংশ নেবে তারা। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফ উপজেলায়। সাদিয়া ও শারমিন সাবরাং উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী। সাদিয়া ও শারমিনের পরীক্ষার কেন্দ্র পড়েছে টেকনাফ উপজেলা সদরের সরকারি এজাহার বালিকা উচ্চবিদ্যালয়ের। আজ সকাল ১০টার আগে চোখ মুছতে মুছতে এই কেন্দ্রে আসে দুই বোন। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অংশ নেয় তারা। পরীক্ষা শুরুর আগে সাদিয়া ও শারমিন বলল, মা তাদ...