‘মুমিনেরা’ খুব বলে যাচ্ছে “জিতেছি, দাঁতভাঙ্গা জবাব দিয়েছি, ইসলাম জিন্দাবাদ”, হ্যাঁ এগুলো তারা আরো বেশি বেশি প্রচার করুক। আরো বেশি বেশি বলতে থাকুক। আমরা যা করছি, তার ফলাফল কী সেটি সময়ই বলে দেবে। এখন আমরা বলে দিলে তো সময়ের অপেক্ষা করা হবে না। ওদের চিন্তার দৌঁড় দেখে হাসি পেলেও সেটা চেপে রাখতে হচ্ছে। টার্গেট অনুযায়ী প্রাথমিক বিজয়টি অর্জিত হয়েছে। আমি যেই লক্ষ্য নিয়ে কাজ করছিলাম, মুমিনেরা নিজেরা এসেই সেটার সফলতা দিয়ে গেছে। লক্ষ কোটি সাধারণ মানুষের কাছে আলোচনাটি পৌঁছেছে, যা এক অনবদ্য সাফল্য৷ এভাবে বাঙলাদেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি আলোচনার টেবিলে পৌঁছাতে হবে৷ বিতর্কটি যতবেশি মানুষের কাছে পৌঁছাবে, তত আমরা এগিয়ে যাবো। ধর্মান্ধতার বিরুদ্ধে ধর্মান্ধদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেই আমরা লড়াই চালিয়ে যাবো। চাপাতিকে আমরা যুক্তি দিয়ে পরাজিত করবো। সেইদিনের বিতর্কটি আশাকরি আপনারা সকলেই দেখেছেন। আমি নিজে কোন বিতার্কিক নই, তর্কে জেতার কোন চাপও আমার ছিল না। আমার লক্ষ্য ছিল মানুষকে এই বিষয়টি জানানো, যে আমরা আসলে কিসের লড়াই করছি। কাদের জন্য লড়ছি। আমি মনে করি সেটি জানাতে পেরেছি। ...